আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট,  আর্থিক সাহায্য পেলো একনারী 

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি।

পিরোজপুর কাউখালীতে আব্দুল লতিফ খসরুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পোস্ট কে কেন্দ্র করে আর্থিক সহোযোগিতা ১ বান্ডেল টিন ও ৩ হাজার টাকা পেল উপজেলার নরসুন্দর নেপাল শীল।তিনি কাউখালী উপজেলার ২নং আমড়াজুড়ী ইউনিয়নের হরিণধারা গ্রামের বাসিন্দা। আব্দুল লতিফ খসরু কাউখালী উপজেলায় শিশু,অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিবেদিত প্রাণ। তিনি জানান, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় ২৪ (এপ্রিল) উপজেলার আমড়াজুড়ী ইউনিয়নের হরিণধারা গ্রামে মানুষকে করোনা সম্পর্কে সচেতন যান। এই দুঃসময়ে গ্রামের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা খেতে পাড়ছেনা, হাট বাজার দোকান পাট বন্ধ। তার মধ্যে নরসুন্দরের পরিবারে নতুন সদস্যদের আগমন হলো একটি শিশু সন্তানের।
জরাজীর্ণ অনুপযোগী একটা খুপরি ঘরে তারা জীবন যাপন করে যাচ্ছেন। তখন আব্দুল লতিফ খসরু তাদের উপস্থিত ভাবে নিজ অর্থায়নে কিছু খাবার দিয়ে আসেন। এমন একটি পোস্ট তার ফেইসবুক ওয়ালে দেখলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখা খাতুনের দৃষ্টিগোচর হয় এবং তিনি খোজ নিয়ে বিষয়টি পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর কাছে অবহিত করলে সংসদ সদস্য তাকে ঘর ছাউনির জন্য ১ বান্ডেল টিন ও ৩ হাজার টাকা বরাদ্দ করেন। এবং তিনি আরো বলেছেন, করোনা সংকট শেষ হলে প্রধানমন্ত্রীর আস্রয়ন প্রকল্পের আওতার বরাদ্দ থেকে তাকে একটি ঘর দেওয়ার কথা বলেছেন। সংসদ সদস্যের নির্দেশে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখা খাতুন গতকাল তার কার্যলয়ে ডেকে সংসদ সদস্যের বরাদ্দকৃত ১বান্ডেল টিন ও ৩ হাজার টাকার চেক তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ