আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

নিজ হাতে ইফতার বানিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করেন হাজী মোশারফ খান

 

নিজস্ব প্রতিবেদক:

নিজ হাতে ইফতার বানিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করেন- হাজী মোশারফ খান অনেকেরই পরিচিত মুখ। বিশেষ করে যুবলীগের সবাই তাকে চেনেন। তিনি আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ।

যুবলীগের রাজনীতি করার পাশাপাশি অসহায় মানুষের বন্ধু হওয়ায় বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তিনি।

এবারের রমজান মাসে অন্যরকম এক মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান।শনিবার (২৫এপ্রিল) থেকে শুরু হয়েছে রমজান মাস। লকডাউনে নিম্ন আয়ের অনেক মানুষ সেহরি না খেয়েই রোজা রাখতে বাধ্য হচ্ছেন। অনিশ্চিত তাদের ইফতারের আয়োজন। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান।

তৃতীয় রমজান থেকে নিজের বাসায় রান্না শুরু করেছেন ইফতার। বাসায় তৈরি করা ইফতার দিচ্ছেন আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষ কে। এমন মানবিক উদ্যোগ যেন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

শুধু তাই নয়; লকডাউনের কারনে নিজ এলাকা সহ আশপাশে এলাকায় যারা বিভিন্ন বাসায় আ’ট’কা পড়েছেন; তাদের জন্য চাল,কেজি ডাল, তেল ও আটা উপহার হিসেবে পাঠাচ্ছেন হাজী মোশারফ খান।

এসব বিষয়ে সাংবাদিক আব্দুল জলিল মিয়ার সঙ্গে কথা বলেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ