হাসিসুল হাসান ইমুঃ
আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী বাজার
পরিদর্শনে আসে আশুলিয়া থানার ভূমি
কমিশনার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলামসহ গতকাল রবিবার সকলে।
বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ পুলিশসহ ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তেমনি সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, তারা নিয়মিত সাভার ও আশুলিয়ায় নিয়ম শৃঙ্খলা রক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করে যাচ্ছে। তাছাড়া সাভার, আশুলিয়ায় যতগুলো বাজার রয়েছে তারা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে তার দিকে খেয়াল রাখছে সবসময়।
তিনি বলেন, বাংলাদেশের যতগুলো হাট বাজার রয়েছে তাদের কাছে আশুলিয়ার এই বাজার অনুকরণ হতে পারে।
পরবর্তীতে আশুলিয়া থানা ভূমি কমিশনার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সাথে কথা বলে জানা যায়, সঠিক নিয়মেই বাজারের সামাজিক দূরত্ব বজায় রাখছে। রমজান মাসের শুরুতে তারা আশুলিয়ার প্রতিটি বাজার পরিদর্শন করেন। বাজার পরিদর্শন করা তাদের অন্যতম একটি দায়িত্ব।
এই অস্থায়ী কাঁচাবাজারে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাইদুর রহমান সম্রাট। এবং তিনি নিশ্চিত করছেন যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিনে দোকান মালিকদের কোনো রকমের খাজনা দিতে হবে না এই অস্থায়ী বাজারে।