আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লালমোহনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে (০৭ মার্চ) মঙ্গলবার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলার লালমোনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত।

উপজেলা প্রশাসন হলরুমে ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিতে উপস্থিত ছিলেন।
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।

তিনি বলেন ১৯৭১ সালের ৭মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল।

বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে।
এর আগে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৭ মার্চের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং অডিটোরিয়ামস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহবুবুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ