আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেলো চাঁদপুরের সন্তান পুলিশ সার্জেন্ট জিয়া

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

 

বাংলাদেশের চাঁদপুরের সন্তান ও নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট মো. জিয়াউল আহছান জিয়া (৫১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
জিয়া চাঁদপুরের ভাষাসৈনিক মৃত অ্যাডভোকেট এএফএম ফজলুল হকের সন্তান।
তার ছোট ভাই সুফিয়ান আহছান জানান, জিয়া গত ২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে টানা ২৫ দিন থাকার পরে আজ রবিবার (২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট) মারা যান।
তিনি চাঁদপুর গণি মডেল হাইস্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি ও পরবর্তীতে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ঢাকার সাভারের বিকেএসপিতে বেশকিছুদিন অধ্যাপনা করে ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ