আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে পহেলা রমজানে ইসলামী সংগঠনের উদ্যোগে ৫০টি পরিবারকে ত্রান বিতরন

 

মজিদুল হক লালমনিরহাট সদর:

মহামারী রুপ নেয়া নভেল করোনাভাইরাসের থাবায় এখন বিপর্যস্ত পুরো বিশ্ব। এর থেকে রেহাই পায়নি বাংলাদেশও। দিনদিন লাফিয়ে লাফিেয় বাড়ছে অাক্রান্ত ও মৃতের সংখ্যা। এমত অবস্থায় বাংলাদেশ সরকার কতৃক অনেক বিধিনিষেধ অারোপ করা হলেও তেমন সাফল্য না অাসায় পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমা। এর কারনে বিপাকে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষরা কাটাচ্ছে মানবেতর জীবন।
এরকম পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ। অাজ( ২৫-০৪-২০২০) লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিসমত হারাটিতে( শহীদবাজার) ৫০টি দরিদ্র পরিবারের মাঝে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের নিজস্ব তহবিল থেকে ত্রান (চাল, ডাল, তেল, অালু, মুড়ি) বিতরন করা হয়। এসময় সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, ত্রান বিতরন কার্যক্রমটিকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের ছিল না কোন প্রচার অাগ্রহ। হয়নি কোন অালোচনা অনুষ্ঠান। সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রানের প্যাকেট পৌছে দেয়। সাধারনত কোন সামাজিক সংগঠনের এরকম চিত্র দেখা যায় যায় না সেক্ষেত্র এটি একটি ব্যতিক্রমী ত্রান বিতরন কার্যক্রম ও বটে
এবিষয়ে সংগঠনের সভাপতি অাবু রায়হানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, করোনাভাইরাসের কারনে অামাদের এই এলাকার দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছি এটা অবশ্যই অামাদের সংগঠনের দায়িত্বের মধ্যেই পড়ে। কারন অামরা যখন এই সংগঠন গঠন করেছিলাম অামাদের উদ্দেশ্যই ছিলো যেকোন দুর্যোগ বা অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো। সে লক্ষেই অামরা এরকম কার্যক্রম হাতে নিয়েছি এবং অাগামীতেও থাকবে। তাছাড়া তিনি অারো বলেন অাজ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ রমজান মাসের প্রথম দিন তাই অামরা চেয়েছি এটির প্রচার থেকে বিরত থাকতে।

সংগঠনটির সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এটি একটি ইসলামি সংগঠন তাই অামরা রমজানের প্রথম দিনেই এরকম ত্রান বিতরনের সিদ্ধান্ত নিয়ছি। তিনি অারো জানান, বিগত ঈদুল ফিতরে সংগঠন থেকে দরিদ্রদের মাঝে যাকাতের কাপড় বিতরন করা হয়েছিলো এবং অাগামী ঈদুল ফিতরেও এরকম কাপড় বিতরনের অাশা ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ