আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার পাশে বাংলাদেশ, ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি :

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার পাশে বিভিন্ন সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাতে শুকনো খাবার, তাবু ও ওষুধসহ বিভিন্ন সামগ্রী নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো উড়োজাহাজ।

আজ রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পাশাপাশি সিরিয়ার জন্যেও মানবিক সহায়তা হিসেবে ড্রাই কেক, বিস্কিট, কম্বল, তাবু, মেডিসিন এবং সোয়েটার পাঠিয়েছে শেখ হাসিনা সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের পক্ষে ত্রাণ সামগ্রীর হিসেবে এসব সহযোগিতা পাঠানো হয়েছে।

সহযোগিতা হিসাবে ৪২৮ প্যাকেট ড্রাই কেক (১১১০ কেজি), ৩৪৭ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট (৫৫৬ কেজি), ২৩ প্যাকেট কম্বল(১৩৮০ কেজি), ১০২ প্যাকেট তাবু (৪৪২৩ কেজি), ৪৪ প্যাকেট ঔষধ (৯৮০ কেজি) এবং ১৭০ প্যাকেট সোয়েটার (১৩০০ কেজি) পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো উড়োজাহাজ এসব ত্রাণ সামগ্রী নিয়ে আজ রাতে সিরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ