মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:
কাউখালীতে পবিত্র মাহে রমজানে ইসলাম ধর্মাবলম্বীদের কথা চিন্তা করে ইউএনও এর তত্ত্বাবধানে ইফতার বাজারের ব্যাবস্থা করা হয়েছে।কাউখালীর উত্তর বাজার পুরাতন হাসপাতাল বালুর মাঠে এবং দক্ষিণ বাজার টলসেটের নিচে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক ইফতারির দোকান বসানো হয়েছে।
ইফতারি বাজারের সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, খাবারের মান, দাম পরিবেশ এবং সচেতনতা মূলক কর্মকান্ড উপজেলা নিবার্হী অফিসারের সাথে থেকে পরিচালনা করছেন উপজেলা এসিল্যান্ড রফিকুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন।