আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে টিসিবির পণ্য কিনতে মধ্য আয়ের মানুষের ভিড়

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর আত্রাইয়ে করোনা ক্রান্তিতে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র বিক্রয় সামগ্রীর চাহিদা বেড়েছে। নিম্ন আয়ের পাশাপাশি বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও এখন টিসিবির পণ্য সামগ্রী কিনতে ভিড় করছেন। তবে ক্রেতাদের চাহিদা ও উপস্থিতির তুলনায় সরবরাহ কম থাকায় পণ্য দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।

শনিবার সকাল থেকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়য়ে চিনি, ডাল, তেল, বুট (ছোলা) ও খেজুর বিক্রি শুরু করেছে টিসিবির ডিলার মেসার্স পিন্টু ভ্যারাইটিজ প্রতিষ্ঠান। খোলাবাজারে ট্রাকে করে বিক্রি করা এসব খাদ্যপণ্য স্বল্পমূল্যে পেতে ভিড় করছে শত শত নারী-পুরুষ। নিম্ন আয়ের মানুষের তুলনায় মধ্য আয়ের মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। তরে পুরাতন সাইকেলের ট্রায়ার দিয়ে সামাজিক দুরত্ব রাখায়, অনেকে সন্তোষ প্রকাশ করেন।

টিসিবির পন্য কিনতে আসা ফজলে রাব্বী জুয়েল জানান, করোনায় আর্থিকভাবে কঠিন পরিস্থিতি পার করতে হচ্ছে। সাথে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় ন্যায্যমূল্যের খাদ্য পণ্যেরও চাহিদা রয়েছে। একারণে রমজান শুরুতেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করছেন। টিসিবি থেকে ১ কেজি মসুর ডাল ৫০ টাকা, ১ কেজি চিনি ৫০ টাকা, ১ লিটার সয়াবিন তেল ৮০ টাকা, ১ কেজি ছোলা ৬০ টাকা এবং খেজুর ১ কেজি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে দ্রুত সময়ে শেষ হচ্ছে মসুর ডাল ও খেজুর। এর চাহিদা বেশি হওয়ায় মসুর ডাল ও খেজুর সহজেই মিলছে না ক্রেতাদের। বাজার মূল্যের চেয়ে টিসিবির পণ্যের দাম কম হওয়াতে দীর্ঘ সময় লাইনে থেকেও বরাদ্দ কম থাকায় সবার কপালে মিলছে ডাল ও খেজুর।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, প্রতিদিন ২০০ কেজি মসুর ডাল,৭০ কেজি খেজুর, ১০০০ কেজি চিনি, ৫০০ কেজি বুট ও ১০০০ লিটার ভোজ্যতেল বিক্রি করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি করে ট্রাকে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সুষ্ঠুভাবে বিতরণের জন্য একজন ট্যাগ অফিসারসহ পুলিশ, আনসার গ্রাম পুলিশের উপস্থিত নিশ্চিত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ