আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে ধানকাটা শ্রমিক সংকট নিরশন

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ইরি ধানকাটা শ্রমিক সংকট নিরশনে এলাকার পাশাপাশি বাহিরে থেকে শ্রমিক আনা শুরু করেছে প্রশাসন।

গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধা হতে ৭১ জন শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত নয় মর্মে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ পত্রসহ বাস যোগে আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিনের তত্তাবধানে নিয়ে আসা হয়। এসময় ওসি মোসলেম উদ্দিন অধিকতর নিশ্চিত কল্পে আহসানগঞ্জ স্টেশনে তাদের তাপমাত্রা মেপে নিশ্চিত হন এবং শ্রমিকদের ক্ষুধা নিবারনে তাদের হাতে খাবার তুলেদেন। এদিকে শ্রমিক আসছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় সস্তির বাতাস বইতে শুরু করে।

জানাযায়, শ্রমিক সংকট নিরসনে গত ১৯ এপ্রিল এক জরুরী মতবিনিময় সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম। এতে জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিনসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। মতামতের ভিত্তিতে উপজেলা প্রশাসন মাইকিং শুরু করলে তেমন সারা না পাওয়ায় এবং এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাংসদ মো. ইসরাফিল আলমের সিদ্ধান্তক্রমে এ কার্যক্রম গ্রহণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ