আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাই শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তনের এবারের ৭৬তম উৎসব বন্ধ ঘোষণা

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর বিশ্বব্যাপী দুই লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটেছে, ছাব্বিশ লক্ষাধিকেরও অধিক লোক করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছে , বাংলাদেশে লক ডাউন চলছে।
আগামী ৫ই মে পর্যন্ত সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি বেসরকারি, ব্যক্তিগত দোকান বন্ধ বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে ।

দেশের ক্রান্তিলগ্নে ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রাণ গোপাল পাল,
সাধারণ সম্পাদক অশোক কুমার পাল (ভম্বল), সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), ভজন সূত্রধর,কল্লোল সেন, কোষাধ্যক্ষ রতন পাল, সদস্য – স্বপন পাল (মাষ্টার), স্বপন পাল (কালা), উত্তম বণিক, উপদেষ্টো মন্ডলীর সদস্যবৃন্দ – শ্রী দেবেশ রায় মৌলিক, শ্রী অসিত কুমার গোস্বামী এর উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ফোনে কমিটির সদস্যদের সাথে সার্বিক আলোচনা করে করোনার প্রাদুর্ভাব এর কারণে
শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব – ২০২০ খ্রীস্টাব্দ/১৪২৭ বঙ্গাব্দ এর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়,। উল্লেখ্য প্রতি বছর ১লা বৈশাখ হতে ১২ই বৈশাখ পর্যন্ত ভাগবত পাঠান্তে রাতে শুভ অধিবাস অন্তে ১৩ই বৈশাখ হতে ১৫ই বৈশাখ পর্যন্ত ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন, ১৬ই বৈশাখ অষ্টকালীন লীলাকীর্তন, ১৭ই বৈশাখ মহাপ্রভুর ভোগ ও নরনারায়ণ সেবা, সহ অন্যান্য এ’অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ’বিষয়ে শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে প্রাণ গোপাল পাল ও অশোক কুমার পাল (ভম্বল) বলেন আমরা বিশ্বের তথা আমাদের দেশের করোনা তান্তবে দিশেহারা লক ডাউন এর মধ্যে আছি। সরকারি বিধি নিষেধ এর কারনে সবাইকে ঘরে থাকতে হচ্ছে । যে কারণে সভা করা সম্ভব হয় নাই। আমরা কয়েকজন কর্মকর্তা বসে ফোনে কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সকলের মতামতের ভিত্তিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে এবারের ১৪২৭ বঙ্গাব্দ /২০২০ খ্রীস্টাব্দ এর শ্রীশ্রী যশোমাধব সংকীর্তন উৎসব এর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সেই সাথে আরও বলেন – শ্রীশ্রী যশোমাধব অপার কৃপায় আগামী বছর এ’ধর্মীয় উৎসব হাজার হাজার ভক্তবৃন্দের উপস্হিতিতে শ্রীনাম সংকীর্তন উৎসব উদযাপিত হইবে এ’আশাবাদ ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ