ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:
কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে লকডাউন দেশে দিন দিন খাদ্যদ্রব্য চাহিদা যেমন বাড়ছে একই সাথে বাড়ছে খাদ্যদ্রব্য মূল্যের উর্ধগতি। লকডাউন এ দেশে ঘরমুখী কর্মহীন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর এ সকল খাদ্যদ্রব্য ক্রয় ক্ষমতার নাগালে রাখাতে দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আগে থেকেই সরকার নির্ধারিত মূল্যে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ২৫ এপ্রিল উপজেলা পরিষদের হলরুমের সামনে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। আর ন্যায্য মূল্যে পন্য ক্রয় করার ক্ষেত্রে সামাজিক দূরত্ব তথা ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে সকলকে টিসিবি পন্য ক্রয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) বশির গাজী অনুরোধ জানান।
এ বিষয় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) বশির গাজী জানান, দেশে করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্য বেড়েই চলছে। অপরদিকে আসন্ন মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়তে পারে। তবে দ্রব্যমূল্য শিথিল করতে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আসন্ন মাহে রমজান উপলক্ষে লকডাউন এ দেশে ঘরমুখী কর্মহীন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি শুরু করেছে। যেহেতু দেশে করোনা ভাইরাস সংক্রামন থেকে বাঁচার প্রধান শর্ত সামাজিক তথা ব্যক্তিগত দূরত্ব বজায় রাখা। সে ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ত্রাণ বিতরনের সময় যেমন ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতিরন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তেমনি এ অবস্থায়ও আজ ২৫ এপ্রিল শনিবার উপজেলায় টিসিবি পন্য বিক্রয়ের সময় ক্রেতারা উক্তপন্য ক্রয়ের ক্ষেত্রে সবাই সামাজিক দূরত্ব তথা ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে বোরহানউদ্দিন উপজেলা বাসীকে টিসিবি পন্য ক্রয়ে অনুরোধ জানানো হয়। এক্ষেত্রে আমার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ষ্ট্যাটাস দিয়ে সবাইকে অনুরোধ জানানো হয়।