আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

কক্সবাজারে ৪ জন ভূয়া ডিবি পুলিশ আটক

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধিঃ

ডিবি পুলিশের পরিচয়ে প্রথমে আটক পরে টাকা আদায়সহ বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিল একদল ভূয়া ডিবি পুলিশ সদস্য।

তবে এবার আসল ডিবি পুলিশের হাতে আটক হল কথিত সে ডিবি পুলিশ নামধারী একদল প্রতারক চক্র।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন মোহাম্মদের তত্ত্বাবধানে ডিবির এক চৌকস টীম গতকাল বিকেল ৪টার দিকে রামুর জোয়ারিয়ানালার নুর পাড়া জামে মসজিদের পার্শ্ববর্তী জায়গা হতে ৪ জন ভূয়া ডিবি পুলিশকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি করে হ্যান্ডক্যাপ,খেলনার পিস্তল,ডিবি পুলিশের কটি উদ্ধার করা হয় এছাড়া আসামীদের ব্যবহৃত একটি সিএনজি এবং একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে
আটককৃত ব্যাক্তিরা হল ঈদগাঁওয়ের মধ্যম ভোমরিয়া ঘোনার সৈয়দ আহমেদের ছেলে লুৎফর রহমান,

খোদাইবাড়ি এলাকার মকবুল আহমেদের ছেলে মিজানুর রহমান,দরগাহ পাড়া বশির আহমেদের ছেলে মুফিজুর রহমান এবং রামু মন্ডলপাড়া ফেরদৌস মিয়ার ছেলে ইমরান হোসাইন।

ডিবি প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় আটককৃত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের ছদ্মবেশে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অপকর্ম করে আসছিল।
ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানায় আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ