আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারের ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

নিজস্ব  প্রতিনিধিঃ

ঢাকার সাভারের ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৭ জানুয়ারি) বিকালে সাভারের ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।

গণমাধ্যমকে এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া জানান, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এনেছেন।

সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ২ শতক জমির মালিকানাসহ সেমিপাকা একক ঘর প্রদান করা হয়েছে। জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে।

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত ৩টি পর্যায়ে প্রায় ২ লক্ষ গৃহ জমিসহ হস্তান্তর করা হয়েছে।

চতুর্থ পর্যায়ে প্রায় অর্ধ লক্ষাধিক গৃহ নির্মাণ কাজ চলমান এবং দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী এগুলো হস্তান্তর করবেন। প্রকল্পটি গৃহহীনদের গৃহ প্রদানের পাশাপাশি দুই শতক জমির মালিকানা, সুপেয় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সুবিধাসহ উন্নত জীবন যাপনের সুযোগ করে দিচ্ছে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ভাকুর্তা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে এখানকার উপকারভোগীদের সাথে কথা বলেন। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী, মৃত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী, ধর্মান্তরিত অসহায় ব্যক্তি, স্বামী পরিত্যাক্তা, অসহায় বৃদ্ধ নারী-পুরুষ সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সকলেই তাদের দু:খের দিন শেষ হতে যাচ্ছে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ সময় উপস্থিত সকলকে সরকারের গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয় অবগত করেন।

এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় জনগনের প্রয়োজনে তাদের পাশে আছে।

প্রকল্প পরিদর্শন শেষে তিনি নির্মাণ কাজের গুনগতমান নিশ্চিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এসব গৃহের উপকারভোগীদের বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতেও সংশ্লিষ্টদের নিদের্শ দেন।

এ সময় উপস্থিত ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, এই প্রকল্প বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন ও সাভার উপজেলা প্রশাসন খাস জমি চিহ্নিত করে অবৈধ দখলকৃত জমি উদ্ধারের মাধ্যমে গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করছে। সবাইকে ঘর প্রদানের মাধ্যমে সাভারসহ ঢাকা জেলাকে ভূমিহীন মুক্ত করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তারসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

প্রসঙ্গত, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি,

২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টিসহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ভাকুর্তার ৩৭টিসহ সাভারের বিভিন্ন ইউনিয়নে ৭১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ