তরিকুল ইসলাম
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় পৌর এলাকার বড় ব্রিজের নিয়ে বসবাস করা অসহায় ও কর্মহীন বেঁদে সম্প্রদায়ের মাঝে ত্রাণসহ অন্যান্য মানবিক সহায়তা করেন মাদারীপুর জেলা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকায় অনেক আগে থেকেই বেঁদে সম্প্রদায়ের লোক বসবাস করতো। বড় ব্রিজের নিচে বসবাস করা এই মানুষগুলো সাপের খেলাসহ বিভিন্ন টোটকা চিকিৎসা করেই কোনমতে জীবন যাপন করে আসছিল। কিন্তু বর্তমানে করোনা মহামারি পরিস্থিতির কারনে বেশ কিছুদিন যাবত তারা কর্মহীন হয়ে যায়।তারা বর্তমান পরিস্থিতির কারনে বাইরে বের হতে পারছেনা। তাই তাদের মাঝে ব্যাপক হতাশা, খাদ্য ও অর্থসংকট দেখা যায়। গতকাল বৃহস্পতিবার রাতে অসহায় এই বেঁদে সম্প্রদায়ের পাশে মাদারীপুর জেলা পুলিশ দাঁড়ায়। মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে তাদের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে। তাঁর পাশাপাশি এই বেদেঁ সম্প্রদায়ের প্রয়োজনীয় চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, করোনা পরিস্থিতিতে তারা কর্মহীন হয়ে পরেছেন। দেশের এই পরিস্থিতি চলাকালীন সময়ে তাদের মাঝে সবধরনের মানবিক সহায়তা চলবে।
লকডাউন কার্যকর করা প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে জরুরি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ ও রোগীবহনকারী গাড়ি, সাংবাদিকদের গাড়ি ছাড়া অন্য কোনো মোটরযান আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি।সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানায়। পাশাপাশি মাদারীপুর জেলা পুলিশ শহরসহ সকল গ্রামেও রাত-দিন নিরলসভাবে করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করে আসছে।
এসময় জেলা পুলিশ সুপার মাহাবুব হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা ও থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ প্রমুখ।