মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর প্রতিনিধি
রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার দেওয়া ত্রাণ ও অঙ্গ সংগঠনের উদোগে ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা হতে রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ শুরু করা হয় । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন , সিনিয়র সহ সভাপতি আবদুর সালাম ,সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন কাজল,সাংগঠিক সম্পাদক মোঃ আরমান হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অনান্য গন্যমান্য ব্যক্তিগন। নেতাকর্মীরা নিদিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। করোনা সঙ্কটের সময় সভাপতি মোঃইসমাইল হোসেন এর নেতৃত্বে ত্রাণ পেয়ে অসহায় ও কর্মহীন পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে গরীব ও অসহায় পরিবারের মাঝে সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করায় সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন