আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে রমজান মাসের খাদ্য সামগ্রী দিচ্ছে প্রেরনা সংগঠন

 

আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ

 

সাভার উপজেলার সাভার সদর ইউনিয়নে দেড় শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে ‘প্রেরনা সামাজিক ও মানবিক উন্নয়ন সংগঠন’।

আজ ২৩ই এপ্রিল (বৃহস্পতিবার) সাভার সদর ইউনিয়নের দেওঁগাও, চাপাইন ও রাজাশন এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে রমজান মাসের বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

জানা যায়, এর আগেও (প্রথম ধাপে) প্রেরণা সামাজিক ও মানবিক উন্নয়ন সংগঠন সাভারের বিভিন্ন এলাকার তিনশত গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরন করছেন।

এ বিষয়ে প্রেরনার সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম খান জনি সাংবাদিকদের বলেন- প্রেরনা সামাজিক ও মানবিক উন্নয়ন সংগঠন একটি অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। চলমান বৈশ্বিক মহামারীতে সংগঠনটি কর্মহীন ও অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। প্রথম থেকেই চাল, ডাল, আলু, চিনি, আটা, পেয়াজ, তৈল, স্যানেটাইজারসহ বিশেষ প্যাকেজ নিয়ে গরীব দুঃখি মানুষের পাশে দাড়িয়েছে।

তিনি আরও বলেন- পবিত্র রমজান মাসকে বিবেচনায় এনে এখন চিনি, ছোলা, মুড়ি, খেজুর, চাল, ডাল ও লেবু বিতরন করছে সংগঠনটি। এ ধাপে (দ্বিতীয় ধাপ) গরিব ও অসহায় ১৬৫টি পরিবারকে রমজানের বিশেষ প্যাকেজ বিতরণ করবেন। প্রেরনা সামাজিক ও মানবিক উন্নয়ন সগঠনের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ