আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সন্দেহের মানুষ

 

মোঃ মেহেদী হাসান আ,

নিঃস্বার্থ ভাবে করি সমাজের কাজ,

ভাবি না কো নিজের লজ।

তবুও সন্দেহের মানুষ আমি আজ,

নিঃস্বার্থ ভাবে করি সমাজের কাজ।।

কেউ বলে আমি সর্বসেরা,

নিজের প্রচারে আমি নাকি ঘোড়া

সুবিধা ভোগ না করেও সুবিধাবাদী,

এ কেমন কথা শুনতে হয় ওরে দাদী।

কেউ বলে ডানে চল কেউ বলে বামে,

আবার তারাই বলে আমি নাকি সব করি নিজের নামে।

কাকে বলি কি যে বলি,

আমাকে নিয়ে সবাই খেলে হলি।

বাহ বাহ কি চমৎকার তাদের কুটনীতি,

আমাকে নিয়ে সমালোচনা আর রাজনীতি।

কেউ বলে আমি নাকি নিজের স্বার্থে টানি ,
তাহলে আমি কেনো সমাজের জন্য ভিক্ষা আনি।।

দুইটি চোখে আমি সন্দেহের মানুষ,

আমি তো ভাই বেহুশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ