আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন আনোয়ার হোসেন আনু

 

উজ্জ্বল হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর শুরু থেকে এখন পর্যন্ত সাভার থানা যুবলীগের নেতা আনু বিভিন্ন মহল্লায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার বিকেলে সাভার সদর ইউনিয়নের চাপাইন মহল্লায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা ও সাভার সদর ইউনিয়ন যুবলীগের ত্রান কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।
নিজ অর্থায়নে এ পর্যন্ত কয়েক দফায় প্রায় ৭৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল ,ডাল ,আলু, পেঁয়াজ, মুড়ি, তৈল, লবন ও হাত ধোয়ার সাবান।

এ বিষয়ে সদর ইউনিয়নের যুবলীগের করোনাভাইরাস প্রতিরোধ ও ত্রান বিতরণ কমিটির আহ্বায়ক ও সাভার থানা যুবলীগ নেতা আনোয়ার হোসেন আনু বলেন আমি আমার নিজ অর্থায়নে বেশ কয়েকবারও বিতরণ করেছি, আজও তিনশত (৩০০) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি বেশির ভাগই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতেও আমার এই ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন খান,যুগ্ন সম্পাদক ফরিদ আল রাজি, ধর্ম সম্পাদক লিটন আহমেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ