আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মাদারীপুরে নকল করোনা সুরুক্ষা সামগ্রী সহ আটক ৩

 

তরিকুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি:

বুধবার সন্ধ্যার পর মাদারীপুর সদর হাসপাতালের সামনে পিক-আপে ভ্যানে নকল সুরক্ষা পোশাক, সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস(পিপিই) বিক্রির অভিযোগে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা যায়, গতকাল ফরিদপুর থেকে একটি পিক-আপভ্যান এসে সন্ধ্যার পর থেকে এসব নকল সুরক্ষা সামগ্রী বিক্রি করতে থাকেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে ৪৫০টি নকল সুরক্ষা পোশাক, সহস্রাধিক নকল মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুর সদর উপজেলার ফয়সাল মোল্লা (৩০), একই এলাকার জনি (২৮) ও রাসেল মাতুব্বরকে (২৮)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন,ভোক্তা অধিকার আইনে তাদের তিনজনেক ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের কাছে কোনপ্রকার বৈধ কাগজপত্র না-থাকায় তিন যুবককে আটক করেন।
মাদারীপুরের সিভিল সার্জনের প্রতিনিধি মো. খলিলুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে এসব অস্বাস্থ্যকর সামগ্রী খুবেই ঝুকিপূর্ণ এবং আইনগত দণ্ডণীয় অপরাধ। তার পাশাপাশি লোকজনকে সচেতন করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ