আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আসুন হয়ে উঠি করোনা যোদ্ধা

 

আশুলিয়া প্রতিনিধি মো:সেনাম উল তাহমিদ

আজ পুরো বিশ্ব করোনায় আক্রান্ত। এই পৃথিবী যেন আজ থমথমে মৃত্যুপুরী। ইতালি,স্পেন, ফ্রান্স,যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অসংখ্য দেশ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রতি শতাব্দীর এই বিশতম বছর যেন অভিশপ্ত।
বিশ্ব করোনা ভাইরাস এর থাবায়। লকডাউন হয়ে বাসায় রেয়েছে পুরো বিশ্বের মানুষ। কিন্তু এখন বলতে গেলে পৃথিবী আছে মহা শান্তিতে। আগের রুপ ফিরে পেয়ে ধরণী। গাছ কাটা হচ্ছে না বললেই চলে। স্বাভাবিক হতে শুরু করেছে ওজন স্তর। অবাদে বিচরন করছে পশু পাখি। কেউ শিকার করছে না। মানুষ আগে চিড়িয়াখানায় যেত বন্দি পশু পাখিদের দেখতে। আজ সেই মানুষই বাড়ি নামক জেলখানায় বন্দি।
বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গেলে বলতেই হয় যে অনেকেই লক ডাউন মানছেন না। তারা নিজেদের মত ঘুরে বেড়াচ্ছেন। অনেককে সচেতন করতে গেলে বলে মৃত্যু যে ভাবেই থাকুক তা আসবেই আল্লাহ্‌ ঠিকই মৃত্যু দিবেন। তাওয়াককুল থাকা ভালো কিন্তু এমন অসচেতনতা নয়। মহানবী মুহাম্মদ (সা:) নিজেই মহামারীর সময় ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, তা তারা হয়তো জানেন না। দেশের সবজায়গাই প্রায় ত্রান এর চাল দেয়া হচ্ছে কিন্তু তা চুরি করছে অনেক স্থানীয় জনপ্রতিনিধিরা। বাংলাদেশের জনগণ যত না করোনায় মারা যাবেন তার চেয়ে বেশি ক্ষুধায় মারা যাবেন বলে ধারণা করছে অনেকে। যদিও এগিয়ে এসেছে অনেকে তাদের সর্বোচ্চ দিয়ে মানব সেবা করতে। আমাদের উচিত আরো সচেতন হয়া। যাদের গরীব দূঃখী করার মত টাকা আছে তাদের ম উচিত মানুষগুলোকে সাহায্য করা। তারা আপনারই ভাই। আসুন সকলে এক সাথে লড়ি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ