আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়া কাঁচাবাজার পরিদর্শনে ভূমি কমিশনার

 

হাসিবুল হাসান ইমু

আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী বাজার
পরিদর্শনে আসে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি আশুলিয়া) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল বুধবার সকাল (২২) এপ্রিল ভূমি কমিশনার পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন।

গোয়েন্দা পুলিশ এর এক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বাজারের নিয়ম শৃঙ্খলা যাতে ঠিক থাকে এবং বাজারে আসা কোনো ব্যক্তি দুর্নীতি না করতে পারে। বাজারে আসা সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে সতর্ক করছেন।

তাছাড়া বাজারের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে
আশুলিয়া থানার এস.আই একরামুল হক ও তার সাথে ৪ জন পুলিশ কর্মকর্তা এখানে রয়েছে। এস.আই একরামুল হকের সাথে কথা বলে জানা যায়, এখানে আসা সকল ক্রেতা সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। সাবই সামাজিক দূরত্বের গুরুত্বটা বেশি দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এই অস্থায়ী কাঁচাবাজারে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট। এবং তিনি নিশ্চিত করছেন যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিনে দোকান মালিকদের কোনো রকমের খাজনা দিতে হবে না এই অস্থায়ী বাজারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ