আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাই সাংসদের দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকার কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় হতদরিদ্র পরিবারের জন্য ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী’লীগের আয়োজনে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন খাদ্য সামগ্রী (চাল, ডাল, বুট, পিঁয়াজ, আলু, ও অন্যান্য দ্রব্য) ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র পক্ষ থেকে দুইশত হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী মাহে রমজানের উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।
বুধবার (২২শে এপ্রিল) ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম (রতন)
এ”সময় উপস্থিত ছিলেন – মানণীয় এমপি বেনজীর আহমদ এর পিএস মোঃ বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান (জানু),
সাবেক পৌর কাউন্সিলর (৪নং ওয়ার্ড) ও উক্ত ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ তোবারক হোসেন (কামাল), ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল পাল, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগ নেতা আশরাফুল আলম (শুভ) প্রমূখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন কালে এ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম (রতন) বলেন- করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঘরমুখো কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের জন্য মানণীয় প্রধানমন্ত্রী ও সরকারের নানাভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে । ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তোবারক হোসেন ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমান উদ্যোগ গ্রহণ করায় আমরা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র পক্ষে নিজেদের অর্থায়নে অসহায় হতদরিদ্র পরিবারের জন্য কিছু করার চেষ্টা করেছি এ’কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বৃত্তবান লোক মানবিক দিক বিবেচনা করে সহযোগিতার হাত প্রসারিত করবে হতদরিদ্র পরিবারের জন্য এ’আহবান জানাচ্ছি। সেই সাথে সর্বসাধারণের প্রতি আহবান জানাচ্ছি আপনারা স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশ মেনে ঘরে থাকুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে সুরক্ষিত সেই সাথে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ