আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

আশুলিয়াতে রাতের আধারে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন মেসার্স লাবিব এন্ড সন্স

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

লোক সমাগম এড়াতে রাতের আধারে সাভার উপজেলা আশুলিয়া ইউনিয়ন গৌরিপুর গ্রামে ভারাটিয়া শতবর্ষী অসহায় মিস্ট খাতুনের ঘড়ে গিয়ে ত্রান সামগ্রী তুলে দিলেন মেসার্স লাবিব এন্ড সন্স এর মালিক মোঃ শাহিনুর ইসলাম শাহিন।

করোনাভাইরাসের থাবায় থমকে গেছে গোটা পৃথিবী মহামারীর এমন দাপট এর আগে কোনদিন দেখেনি বিশ্ব। বাংলাদেশেও হানা দিয়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটিতে পুরো দেশ। আতংক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ঘরবন্দি মানুষ। এমতাবস্থায় না খেয়ে যাতে কোন দুঃস্থ ও অসহায় লোক মারা না যায় সেই ব্যাপারে জরুরিভাবে প্রদক্ষেপ গ্রহণ করেছে তিনি।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে রাতের আধারে তিনি গ্রামে গ্রামে ঘুরে নিজেই হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার খুঁজে বের করে করে ওইসব ত্রান সামগ্রী বিতরণ করছেন।

স্থানীয় এক সাংবাদিক আব্দুল জলিল মিয়া বলেন তিনি পূর্ব থেকেই নিজ উদ্যােগে না খেয়ে থাকেন এমন অসহায় মানুষ কে প্রতি ৭ দিনের খাদ্য উনি দিয়ে দেন। এবং কেউ যদি না খেয়ে আছেন বললে উনি নিজে সাতদিন খাদ্য কিনে তাকে সহায়তা দেন।এদি কে মেসার্স লাবিব এন্ড সন্স এর মালিক মোঃ শাহিনুর ইসলাম শাহিন বলেন আমি যতদিন বেঁচে থাকবো সব সময় অসহায় মানুষের পাশে কাজ করে যাব।

মোঃ শাহিনুর ইসলাম শাহিন আরও জানান, রাতের বেলায় ত্রান সামগ্রী নিয়ে উপস্থিত হলে অহেতুক মানুষের উপস্থিতি তেমন একটা থাকে না। তালিকা অনুযায়ী হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার খুঁজে বের করে করে ত্রান সামগ্রী সুন্দর ও সুশৃংখলভাবে বিতরণ করা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ