মতিউর রহমানঃ
নভেল করোনাভাইরাসের কারণে বিপর্যস্তদের জন্য ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা সহায়তা করে আলোচনায় আসা ভিক্ষুক নাজিম উদ্দিনকে পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল গণমাধ্যমে ওই ভিক্ষুকের খবর প্রকাশ হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। তিনি রাতেই তাৎক্ষণিক নির্দেশনা দেন। আজ সকাল থেকেই কাজ শুরু হয়েছে।