বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান ইমু
মহামারী “করোনা ভাইরাস” পরিস্থিতিতে যখন বাংলার কৃষকরা শ্রমিক সংকটে ধান কেটে গোলায় তুলতে পারছেনা ঠিক তখন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিবাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক-লেখক ভট্টাচার্যের নির্দেশে ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা কর্মীদের হত-দরিদ্র খেটে-খাওয়া কৃষকের পাশে দাড়াতে বলা হয়।যার পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা কৃষকদের পাশে এসে দাড়িয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক এস এম আকিদুল ইসলাম সুমনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার চর সাজাই গ্রামে এক হতদরিদ্র কৃষকের প্রায় ২ বিঘা জমির ধান কাটেন এবং কৃষকের ফসল বাড়িতে পৌঁছে দেন। ধান কাটার সাথে সহযোগীতায় ছিলেন মোঃ মাহমুদুল হাসান টুংকু,শেখ মোঃআনিসুর রহমান আনিস,মোঃনাজমুল ভূঞা, ইসমাইল হোসেন, গুলু মন্ডল,শেখ হাবিবুর রহমান,মিশু, মজনু সহ আরো অনেকই।
ইতিমধ্যে এ মহতী উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাবাসীর মধ্যে ব্যপক প্রশংসার পঞ্চমুখ হিসেবে জনমনে জায়গা করে নিয়েছে। ছাত্রলীগের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক নেতাকর্মী৷
স্থানীয় প্রশাসন এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাথে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে কৃষকের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।