রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস ( কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় পরিবারের দুঃখ কষ্ট নিবারনের জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ ধামরাই উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার।
মঙ্গলবার (২১শে এপ্রিল) ধামরাই উপজেলাস্হ নান্নার ইউনিয়নের নবগ্রাম, কান্দাকাওয়ালী .রঘুনাথপুরও উলাইল গ্রামের করোনার কারনে কর্মহীন অসহায় হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ কালে আঃ জিয়া সিকদার বলেন করেনার কারণে কেউ আতঙ্কিত হবেন না, সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া ও সরকারি নির্দেশ অনুযায়ী বাড়িতে অবস্হান করুন অকারণে ঘোরাফেরা করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে নিরাপদ রাখুন। কেউ খাবারের জন্য চিন্তা করবেন না আপনার ঘরে খাদ্য সামগ্রী যথা সময়ে পৌঁছে যাবে।