আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

পিরোজপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন সভাপতি জাহিদুল ইসলাম (টিটু)

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবন যাত্রা।কিন্ত স্তব্ধ হয়নি প্রকৃতির রূপ রীতি-নীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকদের সোনালী ধান ফসল। কিন্তু অসহায় হয়ে পরেছেন কৃষক। খবর পেয়ে নিজের কর্তব্য থেকে এগিয়ে এসেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (টিটু)। পিরোজপুরের সদর উপজেলার প্রতন্ত এলাকা লাউরী, ঝনঝনিয়ার মারুফ।আর্থিক সমস্যা তো লেগেই রয়েছে শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন’না। খবর পেয়ে আজ সকাল ১০ ঘটিকায় জেলা সভাপতি টিটু তার ছাত্রলীগের কর্মীদের নিয়ে জমিতে উপস্থিত হন এবং ১৬ কাঠা জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন। ভুক্তভোগী মারুফ বলেন, এই দুর্যোগ মূহুর্তে খুব চিন্তায় পাকা ধান নিয়ে। অবশেষে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি টিটু তার কর্মীদের নিয়ে আমার ধান কেটে ঘরে তুলে দেন। আমি তাদের জন্য দোয়া করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ