বিশেষ প্রতিনিধি
ঢাকার সাভার ব্যাংকটাউন এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বাবা ও সন্তান মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহসড়কের সাভারের ব্যাংকটাউন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাভারের ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন (৬৫) ও তার ছেলে কাইয়ুম (৪৫)।
সাভার মডেল থানার পুলিশ জানায়, আলাউদ্দিন ও তার ছেলে কাইয়ুম তাদের বাড়ি রাজাঘাটে যাচ্ছিলো। তারা ব্যাংক টাউন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায় এবং আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। সড়ক দুর্ঘটনায় সংবাদ ৯৯৯ থেকে মেসেজ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ব্যাংকটাউন ব্রিজ এলাকায় যায়। সেখানে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে পরে থাকতে দেখে পুলিশ। এদের মধ্যে আলাউদ্দিন আগেই মারা যায় ও কাইয়ুমকে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যানে উঠালে সেও মারা যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন কোন পরিবহন ধাক্কা মেরে ফেলে রেখে যায় তা সনাক্ত করার চেষ্টা চলছে।