মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর প্রতিনিধি
রংপুর গংগাচড়া উপজেলার সদর ইউনিয়নের চেংমারী কুড়িয়ার মোড়ে এলাকায় কর্মহীন মানুষদের মাঝে স্বেচ্ছাসেবী ইসমাইল হোসেন রিমুল এর উদ্যোগে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রত্যেককে খাদ্য সামগ্রী হিসেবে চাল,আটা,ডাল,চিনি, তেল,মরিচ,পেঁয়াজ,আলু এবং সচেতনতা মূলক সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এ সময় “ইসমাইল হোসেন রিমুল” বলেন, করোনার ভাইরাসের প্রাদুভার্বে গ্রামের খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষগুলো বিপাকে পড়েছে। তাই আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে এসব পরিবারকে কয়েক দিনের খাদ্য সহায়তার ব্যবস্থ্য করেছি।
এসময় উপস্থিত ছিলেন গংগাচড়া স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মোঃ আফ্ফান হোসাইন আজমির,স্বেচ্ছাসেবী সততা সংগঠন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল সুমন,সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকিফুল ইসলাম আরিফ সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিগন ।