আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলের দুবাজাইলে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি অব্যাহত

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইল অরুয়াইলের দুবাজাইলের ছাত্র ও যুব সমাজের করোনা ভাইরাস প্রতিরোধে এবং মানুষজনকে ঘরমূখী করতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আজ ২০ এপ্রিল সোমবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে দুবাজাইল সিএনজি স্টেশনে ও নৌ যাত্রী ছাউনি সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাবস্থা করা হয়।এছাড়াও দুবাজাইল থেকে ভৈরব, কুলিয়ারচর, চাতলপাড় সহ অন্য এলাকার যাত্রীবাহী নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং মানুষকে অপ্রয়োজনে ঘরের বাহিরে অবস্থান না করতে করা হুসিয়ারী প্রদান করা হয়। সামাজিক দূরত্ত বজায় রেখে সমস্থ গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃস্টি করা হয়।

সচেতনতা কার্যক্রম শেষে সকলে সামাজিক দূরত্ত বজায় রেখে দুবাজাইল খেলার মাঠে দিক নির্দেশনা মূলক আলোনায় অংশ গ্রহণ করেন তুজিমুল, সাগর, কামরুল, ইখতিয়ার, হিজবুল্লাহ, রেজাউল করিম মেম্বার,সায়েদ মেম্বার। সাবেক মেম্বার আলহাজ উদ্দিন ও সৈয়দ আলী মেম্বার প্রমূখ।

ছাত্র ও যুব নেতারা বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সমস্থ গ্রামের মানুষকে ঘরমূখী করতে, সাবান দিয়ে হাত ধোতে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে, পরিস্কার কাপড় পরিধান করতে ও করোনা পরিস্থিতিতে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান করা হয় । প্রতিদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তা তদারকি করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ