আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় স্কুল ও কলেজ মাঠে অস্থায়ী কাঁচাবাজার সার্বিক সহযোগিতায় সাইদুর রহমান সম্রাট

হাসিবুল হাসান ইমু

সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া হাইস্কুল ও কলেজ মাঠে একটি অস্থায়ী কাচাঁবাজার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট এর সার্বিক সহযোগিতায় সহস্রাধিক দোকান বসিয়ে ১ বছরের জন্য ইজারা নিয়েছেন মো: জসিম উদ্দিন পিন্টু (মোল্লা) ।

সাইদুর রহমান সম্রাট এর নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান গুলো বসানো হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে দোকান গুলো নিয়মিত বসছে এখানে। পাশাপাশি এখানে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যেগে একটি ফ্রী মেডিকেল ক্যাম্প রয়েছে বাজারের সকলের সাময়িক চিকিৎসা দেওয়ার জন্য।

আশুলিয়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন এর সাথে কথা বলে জানা যায় এই অস্থায়ী বাজার থেকে ক্রেতা/বিক্রেতা উভয় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন ।যেমন: যতদিন “করোনা ভাইরাসের ” সংক্রমণ থাকবে বিক্রেতার কাছ থেকে বাজারের ইজারাদার কোনো খাজনা দিবে না। পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ কতৃক ফ্রী মেডিকেল ক্যাম্প, সাময়িক চিকিৎসার জন্য।

বাজারের বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানা গেছে
অস্থায়ী এই বাজারের জন্য তাদের নৃত্য প্রয়োজনীয় সকল জিনিস সহজেই পাচ্ছে । তাদের কোনো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে না। বাজারের সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ