আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় মানববন্ধন খাদ্যের দাবিতে

 

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় ত্রাণ দাবিতে মানববন্ধন করেছে কর্মহীন নারীসহ রিকশা চালকরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার শিমুলতলা এলাকায় মানববন্ধন করেন তারা।

প্রায় ৩ শতাধিক কর্মহীন নারীসহ রিকশা চালক সামাজিক দুরুত্ব বজায় রেখে খাবারের দাবিতে এই মানববন্ধন করেন। এসময় তাদের হাতে বিভিন্ন হাতে লেখা ফেস্টুন দেখা যায়।

রিকশা শ্রমিকরা জানান, করোনার প্রভাবের মধ্যেও অনেক সময় ঝুঁকি নিয়ে পেটের দায়ে আমরা রিকশা নিয়ে বের হয়ে পরতাম। কিন্তু কোন রকম যাত্রী পাওয়া যায় না। তাই রিকশা রাস্তায় বের করেও কোন ফায়দা হয় না। আমরা ১ মাসেরও বেশি কর্মহীন হয়ে পড়েছি। আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমাদের পরিবার না খেয়ে আছে।

মানবন্ধনে দাড়িয়ে থাকা রিকশা চালক আলামিন বলেন, আমাদের পরিবার খাবার অভাবে গত রাত থেকে না খেয়ে আছে। এর আগে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে ছিলাম। আজ থেকে এক বেলারও খাবার নাই। আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। সরকারি বা বেসরকারি ভাবে আমরা কোনও সহযোগিতা পাইনি। কেউ কোন পদক্ষেপও নেয় নি। তাই বাধ্য হয়ে রাস্তায় দাড়িয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ও আশুলিয়ার সভাপতি খাইরুল মামুন মিন্টু, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুঞ্জু, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নবী আল কবিরসহ আরও অনেকই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ