আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ধামরাইয়ে কৃষকদের মাঝে ৩০০ প্যাকেট সবজির বীজ উপহার দিলেন যুবলীগ নেতা দিপু

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক

আগামীতে বাঁচতে হলে চাষাবাদের বিকল্প নেই।
বাড়ির ছাদ ,পরিত্যক্ত জমি সবকিছুর সৎ ব্যবহার করুন কোন জায়গা অনাবাদী রাখা যাবে না।
মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরোক্ত কথা শিরোধার্য মনে করে, কৃষক বাঁচলে ফলন বাড়বে, ফলন খেয়ে মানুষ বাঁচবে এই মহৎ চিন্তা মনে ধারন করে এগিয়ে এলেন কৃষকের পাশে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবলীগ নেতা জাকারিয়া দিপু।

সোমবার (২০শে এপ্রিল) ধামরাইয়ের বিভিন্ন পেশার মানুষকে চাষাবাদে উৎসাহিত করার জন্য জাকারিয়া দিপু ব্যক্তিগত পক্ষ থেকে ৩০০ প্যাকেট বিভিন্ন রকম সবজির বীজ উপহার দিলেন ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের মাঝে। আমাদের মাটি উর্বর আমরা না খেয়ে থাকবো না।
এ’সময় জাকারিয়া দিপু বলেন আমাদের দেশের মাটি উর্বর, সময়মত কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি পন্যের সার বীজের যোগান দিতেব পারলে, ফলনও বেশি হবে, এ’ভাবনা থেকে মানণীয় প্রধানমন্ত্রীর কথাকে মস্তিষ্কে ধারন করে আমার সামর্থ্যের ভিতর কিছু করার চেষ্টা করলাম। দেশের সর্বমহলের নিকট আহবান জানাচ্ছি আপনারাও সবাই কৃষকেরব পাশে দাঁড়ান। দেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এ ‘ব্যাপারে আমি নিশ্চিত বলে জানান ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা জাকারিয়া দিপু।

.

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ