রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:
ধামরাইয়ে নতুন করে আরো ১ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূর রিফফাত আরা।
নতুন আক্রান্ত ১ জন সহ হাজীপুরের ২ জন, পৌরসভার ১ জন। তাদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন।
এরা হচ্ছেন- ঢাকা জেলা প্রশাসকের সাধারণ শাখার অফিস সহকারী ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের মোঃ শামীম হোসেন ও নতুন আক্রান্ত প্রথম করোনায় আক্রান্ত শামীম হোসেনের মা আনোয়ারা বেগম (৫৫) এবং গোয়ারিপাড়া এলাকার বাসিন্দা, ধামরাই উপজেলা হাসপাতালের স্টাফ, টিকেট কাউন্টারে কর্মরত মোসাঃ আয়শা আক্তার (ময়না)। আক্রান্ত ডিসি অফিসের কর্মচারী একটু সুস্থ বোধ করায় হোম কোয়ারেন্টিনে আছেন। আক্রান্ত হাসপাতালের স্টাফকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদিকে আক্রান্ত এলাকা হাজীপুর ও ধামরাই পৌরসভা লকডাউন ঘোষণা করেছে ধামরাই উপজেলা প্রশাসন,থানা প্রশাসন ও পৌরসভা।
ধামরাইয়ে তিনজন করোনা আক্রান্ত হওয়ার সংবাদে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।