বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান ইমু
মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের পি.আই.ও মিলন তালুকদারের উপস্থিতিতে অসহায় পরিবারের মাঝে – মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার ” মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রান সামগ্রী” বিতরণ সম্পন্ন করেন সাপলেজা ইউনিয়নে “মানবিক সহায়তায় কর্মসূচির আওতায় ত্রান সামগ্রী বিতরণনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিরাজ মিয়া।