ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব পৌরসভার কর্মহীন ও সাধারণ ২৫০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।
গত শনিবার( ১৮ এপ্রিল) রাতে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ওই সামগ্রী পৌছে দেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়,
করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া ২৫০ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তারমধ্যে মুক্তিযোদ্বা পরিবার ১০ জন,সাংবাদিক পরিবারের ১৩ জন এবং মধ্যবৃত্ত পরিবারের ২২৭ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।