আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি উৎপাদন করছেন নবম শ্রেণির ছাত্র

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর সদর উপজেলায় ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য ও পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করছে নবম শ্রেণিতে পড়ুয়া আদিল করিম খাঁন শুভ নামের এক স্কুল ছাত্র।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের দক্ষিণ বাজিতপুর এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়।

আদিল করিম খাঁন শুভ (১৫) ওই এলাকার এনায়েত খাঁনের ছেলে। সে উদয়পুর এলাকার আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ীর সদর উপজেলাধীন বাজিতপুর দক্ষিণপাড়া এলাকার খান বাড়ির ছেলে শুভ একটি তেলের ড্রামে কিছু ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য ও পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করছেন।

জ্বালানি তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। এছাড়াও একই সাথে উৎপাদন করছেন গ্যাস, যেই গ্যাস ব্যবহার করছেন উৎপাদনের জ্বালানি হিসেবে।

এ বিষয়ে আদিল করিম খাঁন শুভ বলেন, আমি ইউটিউবে ভিডিও দেখে পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করার চিন্তা করি।

পরে আমার বাবা-মা সহ এলাকার ভাইবন্ধুদের সহযোগিতায় গতকাল বিকেলে একবেলা সময় দিয়ে এটা তৈরি করছি।

এ সময় শুভু আরও বলেন, আজ ২ ঘন্টা সময় ধরে জ্বাল দিয়ে ৩ লিটারের মত তেল তৈরি করতে সক্ষম হয়েছি। এর মধ্যে ২ লিটার ডিজেল, পৌনে ১ লিটার পেট্রোল ও ১ পোয়ার মত অকটেন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ