আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা সংক্রমণ রোধে সরকারের পাশাপাশি জনগণকে কাজ করার আহ্বান জানালেন -ভিপি নূর

 

আব্দুল্লা আল মামুন

সারাবিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও মহামারি ধারন করেছে নোভেল করোনা ভাইরাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর ফেসবুক লাইভ করে বলেন করোনা ভাইরাস একটি ছুঁয়াচে রোগ জনগণের সচেতন ছাড়া সরকারের পক্ষে এই ভাইরাসের সংক্রমণ রোধ সম্ভব না।

এছাড়াও তিনি সমাজের ধনী শ্রেনীর মানুষদের প্রতি আহ্বান জানান প্রতিবেশি নিম্ন আয়ের মানুষদের সাহায্য করার জন্য। তিনি আরো উল্লেখ করেন তাদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ৫০০০ খাদ্যহীন পরিবারকে খাদ্য সহয়তা দিয়েছেন। তিনি ডাকসু ভিপি হিসাবে ১০০ জনের বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ত্রাণ সাহায্য করেছেন বলে জানান

তিনি আরোও বলেন আওয়ামী লীগ, বিএনপি, বাম ইত্যাদি দলে বিভক্ত না হয়ে রাষ্ট্রীয় সংকটে সবাই একসাথে কাজ করার কথা বলেন।তিনি ত্রাণ সামগ্রী চুরি হওয়া নিয়েও কথা বলেন তাই তিনি সেনাবাহিনী দ্বারা ত্রাণ বিতরণ করার কথা বলেন।

সবশেষে তিনি বলেন মানুষের ঘরে খাবার না থাকলে মানুষ লকডাউন মানবে না। লকডাউন নিশ্চিত করতে সবার জন্য খাদ্য নিশ্চিত করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ