আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈরে নানা আয়োজনে মীনা দিবস পালিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে মীনা দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধে অঙ্গীকার গ্রহণ করা হয়।

দিবসটি উপলক্ষে প্রাথমিকের শিশুদের গল্প, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজ ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাকিম অনিন্দ্র গুহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ