আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইকে করোনামুক্ত রেখে ইরি ধান ঘড়ে তুলতে মতবিনিময়

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাইকে করোনা ভাইরাস মুক্ত রেখে ইরি ধান ঘড়ে তোলার বিষয়ে মত বিনিময় সভা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শারীরিক দুরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম। এতে জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও মো. ছানাউল ইসলাম, মো.আল মামুন, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিন, চেয়ারম্যান আক্কাছ আলী, আল্লামা শের-ই-বিপ্লব, আ’লীগ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল বক্তব্য রাখেন।

সভায় বিগত বছরের মত বাহিরে থেকে ধান কাটা লোক না এনে সরকারী নির্দেশনা অনুসরণ করে বিকল্প প্রন্থা অবলম্বন করতে বলা হয়। এছাড়া বর্তমান পরিস্থিতিতে এলাকার কর্মহীন হোটেল ও চা স্টল বয়, মাটিকাটা ও বয়লার লেবার, ভ্যানচালক, ইমারত নির্মাণ শ্রমিক, বেকার যুবক, সোনার কারিগর এবং ঢাকা- নারায়নগঞ্জ ফেরত সুস্থ লোকদের দ্বারা ইরি ধান সুষ্ঠু ও সুচারা রুপে ঘড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এসময় জনপ্রতিনিধি এবং সচেতম মহলের সকলকে এগিয়ে এসে এলাকাকে করোনা মুক্ত রাখার আহবান জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ