আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পলাশ উপজেলার মানবতার ফেরিওয়ালা জাবেদ হোসেন

 

মোশারফ হোসেন,
নরসিংদী প্রতিনিধিঃ

মানব সেবার কাজে সর্বদা নিজেকে নিয়োজিত থেকে,যদি করতে পারি নিজেকে বিসর্জন? তাহলেই হবে আমার জীবনের শ্রেষ্ঠ সফলতার চাবিকাঠি অর্জন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,হাজারো গরীব দুঃখী অসহায় মানুষের ভালোবাসার আরেক নাম পলাশ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও সন্মানিত উপজেলা চেয়ারম্যান জনাবঃসৈয়দ জাবেদ হোসেন। নরসিংদী দুই আসনের মাটি ও মানুষের নেতা মাননীয় এমপি জনাবঃ আলহাজ্ব ডাঃআনোয়ারুল আশরাফ খান( দীলিপ) সাহেবের নির্দেশ মেনে দিন-রাত অক্লান্তভাবে পরিশ্রম করে, পলাশ উপজেলা কে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। যার দরজা গরীব দুঃখী অসহায় মানুষের সেবার জন্য সর্বদা ২৪ ঘন্টা খোলা থাকে।মানবতার মহান ফেরিওয়ালা যার মুখের দিকে তাকালে কোনো গরিব মানুষ ক্ষুধার তাড়নায় কষ্ট করতো না। রাজনীতি জীবনে গরীব দুঃখী অসহায় মানুষের ভালোবাসা যার জীবনের মুল সফলতার চাবিকাঠি। সে যদি নিজের কলিজাটা নিজে ছিঁড়তে পারতো তাহলে সেটা ও গরীব দুঃখী অসহায় মানুষের ভালোবাসায় তাদের মাঝে বিলিয়ে দিতো।শুধু তাই নয় বাংলাদেশের প্রতি টি উপজেলা চেয়ারম্যান যদি তার মতো সর্বদা প্রতিদিন গরীব দুঃখী অসহায় মানুষের খোঁজ খবর নিতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন গরীব মানুষ কষ্ট করতো না। এ কথায় যাকে মানবতার মহান ফেরিওয়ালা দেশে মহামারী নোভেল কোভিড-১৯ ভাইরাসে আতঙ্কিত পলাশ উপজেলার হত-দরিদ্র কর্মহীন গরীব দুঃখী অসহায় মানুষের ভালোবাসায় প্রতিদিন নিজের জীবন বাজি রেখে দিন-রাত তাদের ঘর-বাড়িতে ছুটে চলেছেন। এবং ত্রান -সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি আরো ও বলেন সবাই সরকারি নির্দেশনা মেনে চলবো, জনসমাগম এরিয়ে চলবো,নিজ পরিবারের সকল সদস্যদের কে নিরাপদে রাখবো ও সবাই সুস্থ থাকবো।পাশে আছি সর্বদা আপনাদের পাশে থাকবো।মহান আল্লাহ যদি আমাদের উপর সহায় হয় করোনা ভাইরাস মুক্ত উপজেলা গড়বো নিশ্চয়ই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ