রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক –
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সারাবিশ্বে এ”রোগে সংক্রমণ হয়ে আক্রান্ত হয়েছেন প্রায় ২২ লক্ষ জন,প্রাণহানি ঘটেছে ১ লক্ষ ৫০ হাজার লোক। বাংলাদেশে করোনা ভাইরাসেে এ”পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই সহস্রাধীক লোক, প্রাণহানি ঘটেছে ৮৫ জন লোক। সরকার করোনা প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় একমাস সরকারি ছুটি ঘোষণা করেছে সরকারি-বেসরকারি ব্যক্তি মালিকানাধীন সহ সকল প্রতিষ্ঠান সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ঘরে থাকার নির্দেশ অনুযায়ী করোনার কারণে কর্মহীন হয়ে বেকার অসহায় অসচ্ছল হতদরিদ্র ধর্ম,বর্ণ নির্বিশেষে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ( চাল,আটা,তেল,আলু) সহায়তা প্রদান করা হয়।
এ’সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি-প্রভাষক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক-অণির্বান পাল,এড.দীপক কুমার ঘোষ, এড.অসীম কুমার বিশ্বাস, সুকুমার পাল নিমাই,অম্বরিশ পাল,বাবুল সরকার,বাসুদেব গোস্বামী,আনন্দ সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ