আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

পিরোজপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে মানবিক সহায়তার আহবান জেলা প্রশাসকের

 

মতিউর রহমানঃপিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা তহবিলে মানবিন সহায়তার আহবান জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃসাজ্জাদ হোসেন।

সম্মানিত পিরোজপুরবাসী, বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে।এ ভাইরাস থেকে বাঁচতে এই মূহুর্তে সবচেয়ে প্রয়োজন বাড়িতে অবস্থান করা।যেহেতু গৃহে অবস্থানের কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই এই মূহুর্তে জরুরি খাদ্য সহায়তা একান্ত প্রয়োজন।

পিরোজপুর জেলার প্রায় ১ লক্ষ ২০ হাজার পরিবারের খাদ্য সহায়তা প্রয়োজন। ১ টি পরিবারের ১ সপ্তাহের জন্য প্রায় ১০০০ টাকা (চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, তেল ১ লিটার, লবন ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম ও সাবান ১টি)। খরচ প্রদান করে আপনি সাধারন ও কর্মহীন শ্রমজীবী মানুষের সহোযোগিতায় এগিয়ে আসতে পারেন। আপনার সহোযোগিতার মধ্যেমে একটি সহায়ক পরিবার এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

ব্যাংক হিসাব,
হিসাবের নাম: দুর্যোগ ব্যাবস্থাপনা তহবিল।
হিসাব নং: ০১০০২১২৭৫৪৮১৬
জনতা ব্যাংক লিমিটেড, পিরোজপুর শাখা।

বিকাশ,
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জেলা প্রশাসক কার্যলয়, পিরোজপুর।

পার্সোনাল বিকাশ নম্বর : ০১৭৬৭-৭৪৪৫৫৩

সরাসরি,
১। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা।

২। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)

৩। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা, পিরোজপুর।

করোনা কন্ট্রোল রুম: ০১৮৪৯২০২৯৫১, ০১৭১২৭৪২৫৬৬

আহবান,
আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। জেলা প্রশাসক, পিরোজপুর।

তিনি আরো বলেন, পিরোজপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে করোনা মোকাবিলায় সহৃদয় ও দানশীল ব্যক্তিবর্গের সহায়তা কামনা করছি।

তহবিলটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে জেলা প্রশাসক পরিচালনা করে থাকেন। সর্বোত্তম উপায়ে তহবিলটি ব্যবহার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ