আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

মতলব উত্তরে দরিদ্রদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার চাল বিতরণ

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত ও অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মৃধা চাল নিয়ে সেখানে যান।

আশ্রয়ণ প্রকল্পের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট নিয়ম মেনে দরিদ্র মানুষদের মধ্যে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ শেষে করোনা ভাইরাস মহামারিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। আশ্রয়ণ প্রকল্পে থাকা ৬০টি পরিবারের মধ্যে চাল দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মত বেশির ভাগ মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। হতদরিদ্ররা কাজ করতে না পেরে খুবই সমস্যায় পড়েছে। তাই সরকারের দেয়া সহযোগিতা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।
খাদ্যের সমস্যা হলে আমার নম্বরে কল দিলেই খাবার পৌঁছে দেয়া হয়।

এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মৃধা, ইউএনওর সিএ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শিপলু, শ্রমিক লীগ নেতা রজলুর রহমান সর্দারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ