নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আবু তালেব (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব ৪।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৪ এর এ এসপি সাগর দীপা বিশ্বাস।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। তিনি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্দিয়া এলাকায় ইউপি সদস্যর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউপি সদস্যকে আটক করা হয়। আটকের পর বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব ৪ এর এ এসপি সাগর দীপা বিশ্বাস জানান, এ ব্যাপারে সাভার থানায় মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হবে।
সাভার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত বলেন সন্ধার দিকে আবু তালেবের বাড়িতে র্যাব-৪ অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।