আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা নিয়ে ঢাকা জেলা পুলিশের সতর্কবার্তা

 

আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ

 

যে কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে করোনা রোগী খুজ খবর করার সংক্রান্তে দরজা খুলতে বললে কেউ দরজা খুলবেন না।

কেউ যদি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খোলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসারকে জানান।

ইদানিং লক্ষ করা যাচ্ছে কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহায় দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ পরিচয় দিয়ে অপকর্ম করার চেষ্টা করছে।

উপরোক্ত পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

ঢাকা জেলার সকল থানাসমুহের ফোন নাম্বারঃ-

কেরাণীগঞ্জ মডেল থানাঃ-
অফিসার ইনচার্জ- 01713-373329
ডিউটি অফিসার- 01769-690284

কেরাণীগঞ্জ থানা(দক্ষিণ)-
অফিসার ইনচার্জ-01713-373333
ডিউটি অফিসার- 01769-690285

সাভার থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373327
ডিউটি অফিসার- 01769-690282

আশুলিয়া থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373332
ডিউটি অফিসার- 01771-595333

ধামরাই থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373328
ডিউটি অফিসার-01715-317500

নবাবগঞ্জ থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373330
ডিউটি অফিসার-01750-909882

দোহার থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373331
ডিউটি অফিসার-01769-690287

সূত্র- ঢাকা জেলা পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ