আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সুপার হিরো ওয়ার্কস হেয়ার

 

প্রিন্স ঘোষ

করোনাভাইরাস শব্দটি এখন সবার জন্য একটি আতঙ্কের নাম। করোনার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে পৃথিবীর প্রায় প্রতিটা দেশ।এই যুদ্ধের যারা ফ্রন্ট লাইনে রয়েছে তারা হচ্ছেন চিকিৎসা কর্মী। কভিড-১৯ এ প্রথম মারা যাওয়া চিকিৎসক চিনের লি ওয়েনলিয়াং তার পর আরো কত শত চিকিৎসা কর্মী আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন। আমাদের দেশেও মঈন উদ্দিন নামে একজন চিকিৎসা কর্মীর মৃত্যু হয়েছে। ফ্রন্ট লাইনে থাকা এই সব মানুষগুলো শুধু পেশার তাগিদে ছুটে যাননি ছুটে গেছেন মানুষের সেবা করতে। মানুষকে ভালবেসে, স্রষ্টার সৃষ্টিকে ভালবেসে তারা জীবনের ঝুঁকি নিয়ে নিয়োজিত হয়েছেন মানব সেবায়। তাই ছবিঘর একটু অন্যরকম ভাবে তাদের প্রতি সম্মান দেখানোর চেষ্টা করেছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ছবিঘর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভার থানার সামনে কিছু ব্যানার লাগিয়েছে যেখানে লেখা ‘সুপার হিরো ওয়ার্ক্স হেয়ার এবং সেখানে সৃষ্টিকর্তাকে স্মরণ করার কথাও বলা হয়েছে। এই বিষয়ে ছবিঘর টিমের কাছে জানতে চাইলে তারা বলে ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসা কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শন ও তাদের উৎসাহ দিতেই তাদের এই কার্যক্রম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ