আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

ত্রাণ পেল লক্ষ্মীপুরের আশ্রয়ন প্রকল্পের সেই হত-দরিদ্ররা মানুষ গুলো

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

লক্ষ্মীপুর সরকারি ত্রাণ পেল কালিরচর আশ্রয়ন প্রকল্পের সেই হত-দরিদ্র ৬৮ পরিবার।শুক্রবার সকালে ইউপি কার্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরুত্ব বজায় রেখে তাদের ত্রাণ বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন প্রমুখ। সমাজ সেবা কর্মকর্তা বলেন, গণমাধ্যমে ত্রাণ না পাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে।

পরে তার নির্দেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে হত-দরিদ্র কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়া সমাজসেবার কন্টোলরুমে কল করলেই যে কারো জন্য ত্রাণ মিলবে বলে জানালেন এ কর্মকর্তা।

প্রসঙ্গত: এর আগে ত্রাণের জন্য হাহাকার শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ