আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

১৭শত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন  আইয়ুব খান

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি ::

১৭শত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

করোনা কেড়ে নিলো ১ লাখ ৪৭ হাজার প্রাণ ঠিক সেই সময়ে করোনার প্রাদুর্ভাব দূরীকর‌ণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে। ফ‌লে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক‌ ও ছিন্নমূল মানু‌ষের হাতে খাদ্যসামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন বি,এন,পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি,এন,পি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব,তারেক রহমান এর নির্দেশে ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,মোহাম্মদ আইয়ুব খান।

(১৭ এপ্রিল শুক্রবার ) ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর সাংবাদিক দের জানান ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আইয়ুব খান নিজস্ব অর্থায়নে। আজ সকাল ৭ থেকে দুপুর ১২ পর্যন্ত সাভার পৌরসভা ও আশুলিয়া থানার সকল ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

নিম্ন আয়ের প্রাই ১৭শত পরিবারের ঘরে ঘরে পৌ‌ছে দেয়া হ‌য়েছে। করোনাভাইরাস মোকাবেলায় বি,এন,পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশনায় জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।

ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আইয়ুব খান। সাংবাদিক দের কে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকেন আমি নিজে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে যাবো। আমার সাভার ও আশুলিয়া ইউনিয়নের একটি লোকও না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ।

খবর পাওয়া মাত্র খাদ্য নিয়ে পৌঁছে যাবো আপনাদের দরজায় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জান্নান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ